ইয়ানূর রহমান : যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ২২ লাখ ৪৬ হাজার ভারতীয় রুপি ও ৩ হাজার ইউএস ডলারসহ মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (০২ মার্চ) সন্ধ্যায় বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে।
আটক মোজাম্মেল ফতুল্লা থানাধীন মাজদাই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস তল্লাশি করেন বিজিবির সদস্যরা। এ সময় মোজাম্মেল হোসেন নামে একজনকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ভারতীয় ২২ লাখ ৪৬ হাজার রুপি ও ৩ হাজার ইউএস ডলার পাওয়া যায়।
আমড়াখালি বিজিবি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, আটক আসামির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।