বরিশাল জেলার গৌরনদী উপজেলার পালরদী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করে বানিজ্যিকভাবে বালু বিক্রি শুরু করেছে স্থানীয় প্রভাবশালীরা। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ পালরদী নদীর বড়দুলালী এলাকায় স্থানীয় রাসেল নামের এক যুবক অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন শুরু করেছেন। পাশাপাশি কতিপয় প্রভাবশালী নদীতে আরও দু’টি অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। উপজেলার বড়দুলালী গ্রামের নদীপাড়ের বাসিন্দারা জানান, পালরদী নদীর বড়দুলালী অংশে তিনটি অবৈধ ড্রেজার বসিয়ে অব্যাহতভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী মহল। ফলে বর্ষার দিনে বালু উত্তোলনের ফলে এলাকায় ভাঙ্গন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।