আতিকুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধিঃ“বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি” এই ম্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় র্যালী, আলোচনা সভা ভিডিও প্রদর্শন ও রচনা প্রতিযোগীতার মধ্যে ১ম বারের মতো জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলার ৮টি বীমা কোম্পানীর ব্যবস্থাপনায় এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রনালয়ের সহযোগীতায় ১ মার্চ রবিবার সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গন থেকে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে এক বনার্ঢ্য র্যালী বাহির হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে বীমা শিল্পের উন্নায়ন ও বীমা সম্পর্কে জনসচেতনাতা বাড়ানোর লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ মোজাম্মল হক রাসেল এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিগঞ্জ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মকতার্ মোঃ আলী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, তথ্য মেরিনা পারভীন, কালিগঞ্জ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মকতার্ আব্দুর রহমান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মকতার্ আমিরুল ইসলাম ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মকতার্ শফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিবর রহমানের বীমা স্মৃতি বিজড়ীত সরকার ১ মার্চ কে সরকার জাতীয় বীমা দিবস ঘোষনা করেছে। প্রতিটি মানুষ কে বীমা করতে হবে এবং বীমার আওয়াতায় আসতে হবে। জাতির জনকের জম্ম শত বার্ষিকীতে বীমা শিল্পের জন্য এই ঘোষানা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুবিবর রহমান ১৯৬০ সালে ১ মার্চ তৎকালিন পাকিস্থান এর আলফা ইন্স্যুরেন্স কোম্পানীতে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতের যোগদানের দিনটি কে স্বারনীয় করে রাখতে এই দিন জাতীয় বীমা দিবস ঘোষনা করেছে সরকার। আমাদের কে আজ শফথ নিতে হবে আমরা খাওয়ার আগে হাত না ধুয়ে কোন খাদ্য গ্রহন করবো না। এবং আমাদের জম্ম এবং মৃত্যু দিতে প্রত্যেকে একটি করে গাছ লাগাবো। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ কে এক অন্যন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাচ্ছে। শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাথর্ীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনিমার্নে বীমার গুরুত্ব বিষয়ক রচনা প্রতিযোগীতায় বিজীয় ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। স্কুল পর্যায়ে ১ম স্থান অধিকার করে সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষাথর্ী শারমিন আহম্মাদ এশা, ২য় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষাথর্ী সৃজা গাইন, ৩য় স্থান অধিকার করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেনীর শিক্ষাথর্ী শারমিন বিনতে শাহাজান। কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষাথর্ী রিপোন হোসেন, ২য় স্থান অধিকার করে কাজী আলাউদ্দিন কলেজের একাদশ শ্রেনীর শিক্ষাথর্ী ছন্দা ঘোষ, এবং ৩য় স্থান অধিকার করে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষাথর্ী উম্মে কুলসুম মারিয়া।