সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ
অভিযান চালিয়ে প্রায় তিন মন মৃত গরুর মাংস জব্দ করেছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় করমজা সরদারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের মোজামের ছেলে বিল-াল(৩২) ও সাত্তার মোল-ার ছেলে আলিম মোল-া(৩৫) দীর্ঘদিন ধরে মৃত ও অসুস্থ গরুর মাংস বিক্রয় করে আসছিল। বিষয়টি জানতে পেরে শনিবার সাঁথিয়া থানার এস আই সুলতান আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে প্রায় তিন মন মৃত গরুর গোস্ত জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিল-াল ও আলিম পালিয়ে যায়। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জব্দকৃত মাংস মাটিতে পুঁতে রাখেন। তিনি বলেন এদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বেড়া পৌরসভার সেনেটারি ইনেসপেক্টর লিয়াকত জানান, সিএন্ডবি বাজারের কসাইরা আমাদের নিষেধ অমান্য করে এ হীন কাজ করে আসছে। তারা তাদের ইচ্ছামত নিয়মনীতি না মেনেই ব্যবসা করতে চায়।