কালিগঞ্জে মাদক প্রতিরোধে ম্যারাথন দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করলেন ইউএনও

সমাজ পরিবর্তনে যুবসংহতি প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষ্যে  দেশকে মাদক মুক্ত করার জন্য ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ৯টায় কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে ও লিডার্স এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশ, ইউ.কে. এইড এর অর্থায়নে উপজেলার দুদলী নতুন হাটের মোড় হতে বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু, মৌতলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সদস্য শেখ আব্দুল করিম,   লিডার্স এর প্রকল্প সমন্ময়কারী শওকাত হোসেন, প্রোগ্রাম অফিসার সুলতা শাহা প্রমুখ।ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়া সংস্থা, এনজিও প্রতিনিধি ও যুব সংহতির সদস্যরা। দৌড়ে ১ঃ, ২য় ও তৃতীয় স্থান প্রাপ্তদেরকে পুরস্কৃত করা হয়।