মধ্যনগর শিব রাত্রি পূজায় ইভটেজিং থানায় মামলা

এম,এ,মান্নান
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা চামরদানী ইউনিয়ন রামদিঘা গ্রামে শিব রাত্রি শিব পূজায় ইভটেজিং এর গঠনাকে কেন্দ্র করে, ইউ পি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করে। গত ২১ ফেব্রুয়ারি শুক্র বার সনাতনধর্ম লম্বিদের প্রতি বছরের মত বা্র্ষিক শিব পূজায় গভির রাতে তিন চারটি বখাটে ছেলে হিন্দু বাড়িতে উঠে এক মেয়েকে ইভটেজিং সহ অপহরণের চেষ্টা করে। এসময় পূজারি ভক্তরা জানতে পেরে বখাটেদের দাওয়া করে একেই ইউনিয়নের টেপিরকোনা গ্রামের বকুল মিয়ার ছেলে রিফাত মিয়াকে ধরে পূজা মন্দিরে নিয়ে পূজা পরিচালনা কমিটি ও উপস্থিত চেয়ারম্যান এর কাছে নালিশ করলে,রিফাত মিয়া কমিটি সহ চেয়ারম্যান এর কাছে ক্ষমা প্রার্থনা করলে বিচারক মণ্ডলী গন তাহার বাবা বকুল মিয়ার কছে হস্তান্তর করেন। পরদিন শনিবার দুপুর ১২ টায় রিফাত মিয়া চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না’র’ মোবাইল ফোনে কল করে চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেয়,এরপর ২৩ ফেব্রুয়ারি রবিবার চেয়ারম্যান বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেন যার নং ১০০৯/তাং ২৩/২/২০২০ ইং