বিশ্বনাথে সূচনা কর্মসূচির এ্যাডভোকেসি কর্মশালা

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সূচনা কর্মসূচির আয়োজনে ‘উপজেলা এ্যাডভোকেসি কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি মিলনায়তনে বুধবার সকালে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সূচনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প প্রামান্য চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। এলাকার মাটি ও মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি সূচনা কর্মসূচির চলমান কাজগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহবান করা হয়। অন্যান্য এনজিওগুলোকেও সূচনার মতো দৃশ্যমান কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে প্রয়োজন বলে দাবী করেন বক্তারা।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সূচনা কর্মসূচির উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোছাব্বের রহমান ও ইউনিয়ন সমন্বয়কারী তাজনীন সুলতানার যৌথ পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিআরডিবি কর্মকর্তা ফয়ছল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল খয়ের, উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন সাজেদা বেগম, আকলিমা বেগম।কর্মশালার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আতিকুর রহমান সানী, গীতাপাঠ করেন অজিত কুমার রায় ও স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্যা সিলড্রেনের সিনিয়র ম্যানেজার নবীনুর রহমান। প্রকল্প প্রামান্য চিত্রের প্রদর্শনের সময় সূচনা কর্মসুচির আবু রায়হান জানান উপজেলার ৮টি ইউনিয়নের ২৩১টি গ্রামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সূচনার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে বা চলমান রয়েছে।