আদিতমারীতে অগ্নিদগ্ধে আহত গৃহবধুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তেলকুপির আগুনে দগ্ধ হয়ে আহত গৃহবধু পারভীন আক্তার(৩০) মারা গেছেন। রোববার(১৬ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে ঘরের তেলকুপি জ্বালাতে গেলে শরীরে অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। নিহত গৃহবধু উপজেলার পলাশী ইউনিয়নের দক্ষিণ তালুক পলাশী গ্রামের নরসুন্দর সেরাজুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, এক মাসে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নরসুন্দর সেরাজুল ইসলামের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে গত ১০ ফেব্রুয়ারী রাতে তার স্ত্রী গৃহবধু পারভীন আক্তার তেলকুপি জ্বালিয়ে ঘরে সন্তানকে ঘুমাতে গেলে তেলকুপির আগুনে গৃহবধু ৬০/৬৫ শতাংশ দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ৬দিন লড়াই করে অবশেষে রোববার(১৬ ফেব্রুয়ারী) বিকেলে মারা যান গৃহবধু পারভীন আক্তার। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।