লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাট সদর উপজেলায় এক কৃষকের সাইকেলের হাতলে ইয়াবা ঢুকিয়ে ফাসানোর অভিযোগে পুলিশসোর্সসহ অজ্ঞতনামা ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে সদর থানা পুলিশ। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নিজেদের বাচাতে পুলিশ বাধ্য হয়ে পুলিশসোর্সের বিরুদ্ধে মামলা করে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন ওইদিন রাতেই ওই ৪জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সদর উপজেলার ফুলগাছ কাকেয়া গ্রামের কৃষক নীলকান্ত বর্ম্মনের (৬০) সাইকেলের হাতলে ইয়াবা ঢুকিয়ে দিয়ে ফাসানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তবে, ওই ঘটনায় অভিযুক্ত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল রায় দাবি করেন, সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী তিনি নীলকান্ত বর্ম্মনকে আটক করেছিলেন। মামলায় পুলিশসোর্স সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ কাকেয়া গ্রামের ভজন অধিকারীর ছেলে হিমেল অধিকারী পার্থকে (৩৫) প্রধান আসামী করা হয়। এ বিষয়ে, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল রায় বলেন, পার্থকে আমি কখনো দেখিনি। শুধু মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ হতো। ধারণা করছি, পার্থ কোনো পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ওই কৃষককে ইয়াবা দিয়ে ফাসানোর চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, পার্থকে গ্রেপ্তার করতে জোর অভিযান চালানো হচ্ছে। সে গ্রেপ্তার হলে এ ষড়যন্ত্রের পেছনে কারা আছে এর মুল তথ্য জানা যাবে।