প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার, সুরক্ষা আইন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা’র সমাপনী

শফিক আল কামাল (পাবনা) ॥ পাবনায় প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার, সুরক্ষা আইন’২০১৩ ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা’র সমাপনী বৃহস্পতিবার বিকেলে সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল কবীর। তিনি বলেন পাবনা জেলায় ৭৫৭০জন নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছে। প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা আইন ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে তুলে ধরতে তিনি পাবনা’র গণমাধ্যম কর্মিদের নিকট বিনয়ী অনুরোধ জানান। প্রতিবন্ধদের কল্যাণে ও সার্বিক উন্নয়নে সকল প্রকার সহযোগিতার ব্যাপারে আশ্বাস দেন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাসেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি দৃষ্টিপ্রতিবন্ধী মো. সানোয়ার হোসেন। এ সময় সুধীজন, গণমাধ্যমকর্মি, বিভিন্ন প্রতিবন্ধী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।