সু-সংগঠিত থাকুন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শুরু হবে বগুড়া থেকে —রেজাউল করিম বাদশা

সু-সংগঠিত থাকুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শুরু হবে বগুড়া থেকে আর সেই আন্দোলন ছড়িয়ে পরবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে তৃনমূল থেকে দলকে স-ুসংগঠিত করতে হবে। ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে পদ নয় দলকে বড় ভেবে কমিটি গঠন করতে হবে। আগামী লড়াই সংগ্রামে যারা অগ্রনী ভূমিকা পালন করতে পারবে তাদেরকেই কমিটিতে রাখা হবে। এ জন্য সকল বিএনপি পন্থিকে এক হয়ে কাজ করতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে শক্তিশালী করতে তৃনমূল পর্যায়ে নবীন প্রবিন ও তরুনদের স¤œয়ে গণতান্ত্রীক উপায়ে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। মামলা-হামলা করে বগুড়ার বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। আওয়ামী সরকার বেগম জিয়াকে ভয় পায় তাই তাকে মিথ্যা মামলা দিয়ে জেল খানায় আটক রেখেছে। গতকাল শুক্রবার বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির উদ্দ্যোগে ওয়ার্ড কমিটি গঠন কল্পে পরিচিতি ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদশা। নুনগোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মান্নান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সোলায়মান আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ জহুরুল আলম, নুনগোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মিন্টু। আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাহজাহান, ইব্রাহীম হোসেন, নাজমুল হক সোহেল, আব্দুর রশিদ বজলু, শফিকুল ইসলাম মাষ্টার, শাহ আলম জনি, আতিকুর রহমান আতিক, হবিবর রহমান, আব্দুর রশিদ, আতিকুর রহমান, সাজেদুর রহমান সিজু, আব্দুল হান্নান, মোহাম্মাদ আলী, বিপুল কর্মকার, আনিছার রহমান, আনোয়ার হোসেন সোহাগ, আব্দুল কুদ্দুস বকুল, শাহিনুর রহমান রানু, রায়হান আলী রাঙ্গা, সাহিনুর রহমান সাহিন, মোয়াজ্জেম হোসেন তারা, জাহেদুর রহমান, আব্দুর রশিদ,একরাম হোসেন, বিপুল. সাহীন প্রমুখ।