রাজশাহীর বাঘা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেন মোল্লা নামের এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন ছাত্রলীগের ব্যানারে উপজেলার চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এতে অংশগ্রহণ করেন-স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন,জাকির হত্যা মামলা ১২ দিন অতিবাহিত হলেও কোন আসামিকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এবং অচিরে আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। চকরাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম,লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান,চকরাজাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ বাবলু দেওয়ান,সাধারণ সম্পাদক আব্দুস সালাম,পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম,জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, নিহত জাকির হোসেনের বাবা আব্দুল খালেক,মা মাজেদা বেগম, বোন আমেনা বেগম প্রমুখ। উল্লেখ্য,২৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঔষধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে খুন হন উপজেলার চর এলাকার কালিদাশখালি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে জাকির হোসেন। পরের দিন বেগুন কিনতে আসা লোকজন একটি মটর ক্ষেতের মধ্যে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে তারা গিয়ে জাকিরের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় (২৫ জানুয়ারি) রাতে নিহত জাকির হোসেনের বাবা আব্দুল খালেক মোল্লা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এবং জাকির হত্যা মামলা ১২ দিন অতিবাহিত হলেও কোন আসামিকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, হত্যার বিষয়ে আসামি গ্রেফতারের জন্য তৎপর রয়েছি পুলিশ। এবং আসামিরা আত্মগোপনে থাকায় অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।