শেষ হয়ে গেছে শীতকালীন ট্রান্সফার উইন্ডো। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রমতে বার্তা সংস্থা এএফপি এবারের জানুয়ারি ট্রান্সফার মার্কেটে দলবদল করা খেলোয়াড়দের তালিকা তৈীর করেছে।
দলবদল করা খেলোয়াড়রা হলেন :
স্পেন :
ফ্রান্সিসকো ট্রিনকাও (পর্তুগাল) : ব্রাগা থেকে ৩১ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায়। আগামী জুলাইয়ে তিনি নতুন দলে যোগ দিবেন।
রেইনিয়ার জেসুস (ব্রাজিল) : ফ্লামেঙ্গো থেকে ৩০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ।
পাকো আলকাসার (স্পেন) : বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২৩ মিলিয়ন ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড।
রাউল ডি টমাস (স্পেন) : বেনফিকা থেকে ২২.৫ মিলিয়ন ইউরোতে এস্পানেয়ল।
ইউসেফ এন নেসিরি (মরক্কো) : লেগানেস থেকে ২০ মিলিয়ন ইউরোতে সেভিয়া।
হাতেম বেন আরফা (ফ্রান্স) : ফ্রি এজেন্টে রিয়াল ভায়াদোলিদ।
কার্লেস আলেনা (স্পেন) : বার্সেলোনা থেকে ধারে রিয়াল বেটিস।
ইয়ানিক কারাসকো (বেলজিয়াম) : ডালিয়ান ইফাং থেকে ধারে এ্যাথলেটিকো মাদ্রিদ।
সুসো (স্পেন) : এসি মিলান থেকে ধারে সেভিয়া।
জার্মানী :
ক্রিজিসটা পিয়াটেক (পোল্যান্ড) : এসি মিলান থেকে ২৭ মিলিয়ন ইউরোতে এসি মিলান
লুকাস টোসার্ট (ফ্রান্স) : লিঁও থেকে ২৫ মিলিয়ন ইউরোতে হার্থা বার্লিন।
ডানি ওলমো (স্পেন) : ডিনামো জাগ্রেব থেকে ২০ মিলিয়ন ইউরোতে আরবি লিপজিগ।
আর্লিং ব্রট হালান্ড (নরওয়ে) : সালজবার্গ থেকে ২০ মিলিয়ন ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড।
এডমন্ড টাপসোবা (বুরকিনা ফাসো) : ভিটোরিয়া গুইমারায়েস থেকে ১৮ মিলিয়ন ইউরোতে বায়ার লিভারকুসেন।
এক্সেকুয়েল পালাসিওস (আর্জেন্টিনা) : রিভার প্লেট থেকে ১৭ মিলিয়ন ইউরোতে বায়ার লিভারকুসেন।
মুনাস ডাব্বার (ইসরাইল) : সেভিয়া থেকে ১২ মিলিয়ন ইউরোতে হফেনহেইম।
আলভারো ওড্রিওজোলা (স্পেন) : রিয়াল মাদ্রিদ থেকে ধারে বায়ার্ন মিউনিখ।
এ্যাঞ্জেলিনো (স্পেন) : ম্যানচেস্টার সিটি থেকে ধারে লিপজিগ।
আলেক্সান্দার নুয়েবেল (জার্মানী) : শালকে ০৪ থেকে ফ্রি ট্রান্সফারে বায়ার্ন মিউনিখ।
এমরে কান (জার্মানী ) : জুভেন্টাস থেকে বরুসিয়া ডর্টমুন্ড।
ইতালি :
ডিয়ান কুলুসেভস্কি (সুইডেন) : আটালান্টা থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস।
স্তানিসলাভ লোবোতকা (স্লোভাকিয়া) : ভিগো থেকে ২৫ মিলিয়ন ইউরোতে নাপোলি।
ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্কা) : টটেনহ্যাম হটস্পার থেকে ২০ মিলিয়ন ইউরোতে ইন্টার মিলান।
দিয়েগো ডেমে (জার্মানী) : লিপজিগ থেকে ১৫ মিলিয়ন ইউরোতে নাপোলি।
এ্যাশলে ইয়ং (ইংল্যান্ড) : ম্যানচেস্টার ইউনাইটেড থেকে দেড় মিলিয়ন ইউরোতে ইন্টার মিলান।
জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন) : ফ্রি ট্রান্সফারে এসি মিলান।
ভিক্টও মোসেস (নাইজেরিয়া) : চেলসি থেকে ধারে ইন্টার মিলান।
সিমন কায়ার (ডেনমার্কা) : সেভিয়া থেকে ধারে এসি মিলান।
প্যাট্রিক কার্ট্রোন (ইতালি) : উল্ফস থেকে দুই বছরের ধারে ফিওরেন্টিনায়।
কার্লেস পেরেজ (স্পেন) : বার্সেলোনা থেকে ধারে রোমা।
ফ্রান্স :
ব্রুনো গুইমারায়েস (ব্রাজিল) : এ্যাথলেটিকো পারানায়েন্স থেকে ২০ মিলিয়ন ইউরোতে লিঁও।
অরেলিয়েন টিচুয়ামেনি (ফ্রান্স) : বর্দু থেকে ২০ মিলিয়ন ইউরোতে মোনাকো।
ইউসুফ ফোফানা (ফ্রান্স) : স্ট্রার্সবোর্গ থেকে ১৫ মিলিয়ন ইউরোতে মোনাকো।
টিনো কাডেভেওে (জিম্বাবুয়ে) : লি হার্ভে থেকে ১৪ মিলিয়ন ইউরোতে লিঁও।
রেমি ওডিন (ফ্রান্স) : রেইমস থেকে ১০ মিলিয়ন ইউরোতে বর্দু।
নিকোলাস গেইটান (আর্জেন্টিনা) : শিকাগো ফায়ার থেকে ফ্রি টান্সফারে লিলি।
স্টিভেন এনজোনজি (ফ্রান্স) : রোমা থেকে ধারে রেনে।
অন্যান্য :
জুলিয়ান ওয়েইগেল (জার্মানী) : বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০ মিলিয়ন ইউরোতে বেনফিকা।
রায়ান বাবেল (নেদারল্যান্ড ) : গ্যালাতাসারে থেকে ধারে আয়াক্স।
মার্কোস রোহো (আর্জেন্টিনা) : ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এস্তাডিয়াটেস।
জেভিয়ান হার্নান্দেজ (মেক্সিকো) : সেভিয়া থেকে লস এ্যাঞ্জেলস গ্যালাক্সি।
খবর বাসসের।