সিলেটের বিশ্বনাথে সরকারি কর্মচারী হয়ে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৭ জানুয়ারি বিকাল ৪টার সময় বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অফিস সহায়ক বদরুল ইসলাম কাউকে না জানিয়ে এক পিকআপ গাছ কেটে ও আসবাবপত্রসহ নিয়ে যান। এতে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী।অফিস সহায়ক বদরুল ইসলামের বিরুদ্ধে আরো অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা যায়, বদরুল ইসলাম রোগীদের ঔষধ বিতরণের নামে ২০/৫০ টাকা করে নিয়ে রোগীদের ঔষধ বিতরণ করেন। যে রোগী টাকা দিতে পারেন না, সেই রোগীকে ঔষধ দেওয়া হয় না। এর সাথে খারাপ আচরণ তো আছেই।
গাছ কাটার অভিযোগ এনে গত ২৯ জানুয়ারি বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশ্বনাথ সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বন বিভাগে লিখিত অভিযোগ করের স্থানীয় ছায়েদ মিয়া, ফয়জুল ইসলাম জয়, রইছ খান, আতর আলী, সুব্রত বৈদ্য, তাপস সহ অনেকে।
এব্যাপারে অভিযুক্ত বদরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মরা গাছের ঢাল দুইটি কেটে নিয়ে গেছি। আপনারা চাইলে ফিরিয়ে দিয়ে দিবো।
অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, এগুলো কাঠের গাছ নয়, আগাছা কেটে দেওয়া হয়েছে। আমি নিজে দেখেছি।