পাবনা প্রতিনিধি : পাবনায় কষ্টিপাথরসহ চোরাই চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব ১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
আটককৃত ব্যাক্তি হলেন পাবনা চাটমোহর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মিনহাজ উদ্দিন সরদার এর ছেলে আব্দুল হালিম(৩৫)। মঙ্গলবার দুপুরে তাকে শরৎগঞ্জ বাজার এলাকা হতে আটক করে র্যাব।
র্যাব ১২ পাবনা ক্যাম্প সুত্রে জানাযায়- পাবনা গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলায় চাটমোহর থানার শরৎগঞ্জ বাজার এলাকায় একটি চোরাই চক্রের সক্রিয় দল কষ্টি পাথর এর মূর্তি পাচার করার উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পাবনা জেলার চাটমোহর থানাধীন শরৎগঞ্জ বাজার পৌছালে একজন ব্যক্তিকে সন্দেহ জনক ভাবে চলাফেরা করতে দেখে উক্ত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে তার হেফাজত হতে প্রায় এক কোটি টাকার মূল্যের কষ্টি পাথরের মূর্তির একটি হাত উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, সে কষ্টি পাথরের মূর্তির পাচার করার উদ্দেশ্য উক্ত স্থানে অবস্থান করছিল।
তার বিরুদ্ধে পাবনা জেলার চাটমোহর থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।