রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- একটি জাতির উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে সুশিক্ষা। শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও কারিগরি অধিতকর গুরুত্ব দিতে হবে। টেকসই উন্নয়নে সুশিক্ষার বিকল্প নাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের দুর্বার উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সমানতালে উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকার আদর্শ জাতি গঠনে নতুন প্রজন্মকে সুশিক্ষা দিচ্ছে। পাঠ্য শিক্ষার পাশাপাশি খেলাধুলায় নানা কর্মসুচী গ্রহন করেছে। সরকারের পাশাপাশি অভিবাবকদেও দায়িত্বশীল হতে হবে।
শনিবার পাবনা সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান, দোয়া মাহফিল ও নতুন ক্যাম্পাস উদ্বোধন কালে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা বোর্ডের সভাপতি কেএম মোবারক হোসেন মানিক, অধ্যক্ষ অর্পনা ভ’ট্রাচার্য, পাবনা প্রেস ক্লাব সম্পাদক আখিঁনুর ইসলাম রেমন, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী টেগার, আমিনুল হক টিপু, খালেকুজ্জামান সুইট প্রমূখ।