সাঁথিয়া উপজেলার সুনামধণ্য আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মন্ত্রিসভা (স্টুডেন্ট কেবিনেট) নির্বাচন শনিবার সুন্দর, উৎফুলতায় সম্পন্ন হয়েছে। ৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে বিজয়ী হয়েছেন।
সারা দেশের ন্যায় আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে ২৫ জানুয়ারী শনিবার সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত ১৯টি বুথে একযোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মন্ত্রিসভা (স্টুডেন্ট কেবিনেট) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭ প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। ৮জন বিজয়ীরা হলো প্রথম মোঃ নাইম খান ১০ম শ্রেণী ৭৪২ ভোট, ২য় কে,এম, আসিফ মোস্তফা ৯ম শ্রেণী ৬৭৯ ভোট, ৩য় আশরাফুল আলম ৬ষ্ট শ্রেণী ৬৬৩ ভোট, ৪র্থ আব্দুলাহ আল নোমান ৮ম শ্রেণী ৫৩৬ ভোট, ৫ম বায়োজিদ বোস্তামী ৭ম শ্রেণী ৪৯৬ ভোট, ৬ষ্ট মোঃ রাফিন ১০ম শেণী ৬৮২ ভোট, ৭ম মোঃ হাসান শেখ ৬ষ্ঠ শ্রেণী ৫৮২ ভোট, ৮ম জান্নাতুল ফেরদৌস তুলি ৮ম শ্রেণী ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়। আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ আব্দুস সোবহান বলেন, ৬ষ্ট থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে হতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।