ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
উপজেলার রসুলপুর ইউনিয়নের বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৮ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ ও মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করছেন।
বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজেন্দ্র দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, ওসি মনোজ কুমার রায়, সাবেক সিভিল সার্জেন আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, জয়নন্দ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহন চন্দ্র রায়, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ভ‚পেন্দ্র নাথ রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেয়া বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক জয় গোপাল রায়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।