বিশ্বনাথে প্রবাসীর ঘরের আগুন নিয়ন্ত্রনে আনলেন সেনা সদস্যরা

বিশ্বনাথ প্রতিনিধি :: এলাকাবাসীকে বিনামূল্যে ঔধষ ও চিকিৎসা সেবা প্রদানের পর এবার সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী সৈয়দ আবদুল রাজ্জাকের বসত ঘরে হঠাৎ করে লাগা আগুন নিয়ন্ত্রনে আনলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে প্রবাসীর বাড়ির আধাপাকা দালানের তৈরী বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ ফুর্ট লম্বা ৪ রোমের ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা, প্রবাসী সৈয়দ আবদুল রাজ্জাকের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের উত্তর পাশে শীতকালীন মহড়ায় থাকা অস্থায়ী ক্যাম্পের দুই প্লাটুন সেনা সদস্য দ্রুত গতিতে প্রবাসীর বাড়িতে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছার পূর্বেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনেন বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ জানিয়েছেন। এতে অল্পের জন্য আশপাশের লোকজনের বসতঘরও আগুনের কবল থেকে রক্ষা পায়। তবে হঠাৎ করে আগুন লাগার কারণ যায়নি। এব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্ণেল ওমর রাশেদ মনির বলেন, আগুন লাগার খবর পেয়ে সেখানে দুই প্লাটুন সেনা সদস্যদের পাঠিয়ে আগুন নেবাতে সহযোগীতা করা হয়েছে।উল্লেখ্য, সৈয়দপুর-সদুরগাঁও গ্রামস্থ আস্থায়ী ক্যাম্পে সেনা সদস্যরা গত ৪-১৩ জানুয়ারী (১২ জানুয়ারী ব্যতিত) পর্যন্ত এলাকার প্রায় ৪ হাজার ৬৫০ জন মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি, এনডিইউ, পিএসসি’র সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় ৭৫ ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক এলাকার মানুষকে চক্ষু, দন্ত, সার্জিক্যাল অপারেশন এবং ঔষধ প্রদানসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা পরামর্শ প্রদান করেছেন।