পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে ৬ গরু উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের ৬ টি গরু উদ্ধার করছে চেয়ারম্যান বিল্লাল হোসেন । গরুর মালিক লেবু মিয়া,তোফাজ্জল মিয়া,মুনসুর মিয়ার ৬ টি গরু ভারতের হিমছড়া নামক স্থান থেকে ৭ জানুয়ারি মঙ্গলবার চেয়ারম্যান বিল্লাল হোসেন উদ্যোগ নিয়ে,বি এস এফ ও বাংলাদেশ বর্ডার গার্ড দায়িত্ব প্রাপ্ত সি এ এর সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে গরু গুলো উদ্ধার করে বাংলাদেশে আনা হয়েছে। জানা যায় ১৫ দিন আগে ভারতের গারো আদিবাসীরা বাংলাদেশের উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ৫ নং ওয়ার্ডের রংপুর গ্রামের লেবু মিয়ার ২ টি গরু তোফাজ্জল মিয়ার ২ টি গরু ও ৪ নং ওয়ার্ডের মাটিয়াবন গ্রামের মুনসুর মিয়ার ২ টি মোট ৬ টি গরু সীমানা অতিক্রম করে ভারতের হিমছড়ায় নিয়ে আটকে রাখে। এক সুত্রে খবর পেয়ে দুই দেশের প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে গরু ৬ টি উদ্ধার করছে।