মাভাবিপ্রবি প্রতিনিধি: আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ান প্রবাসী ভাসানী অনুসারীরা বুধবার বিকাল ৩টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার, ঐতিহাসিক দরবার হল, কাগমারী সম্মেলনের ফলক, মওলানা ভাসানী জাদুঘর, শাহ নাসির উদ্দিন বোগদাদী এতিমখানা, মুসাফির খানাসহ মওলানা ভাসানী কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় মওলানা আব্দুল খান ভাসানীর ঘনিষ্ট সহোচর বিশিষ্ট কবি বুলবুল খান মাহবুব ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাসানী স্টাডিজ-এর কোর্স টিচার সৈয়দ ইরফানুল বারী প্রবাসীসের মাঝে মওলানা ভাসানীর ব্যক্তিজীবন ও রাজনৈতিক জীবনের ইতিহাস আলোচনা করেন।
এসময় অস্ট্রেলিয়ান প্রবাসী ড. আনিসুর রহমান, আমেরিকান প্রবাসী মোহাম্মদ হোসেন খান ও কাজী ফৌজিয়া, মাভাবিপ্রবি ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ, সাধারন সম্পাদক আজাদ খান ভাসানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।