নিরাপদ সবজি উৎপাদনের জন্য খানসামায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি ক্ষেত্রে উন্নত পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পূরণের উদ্দেশ্য দিনাজপুরের খানসামায় ১১৪ জন বাছাইকৃত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

আলোকঝাড়ী ইউপি’র সহযোগিতায় ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খানসামার বাস্তবায়নে ২ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাছাইকৃত কৃষকদের মাঝেকিউলিউর,সেক্স ফেরোমেন ফাঁদপরিবেশ বান্ধব বায়য়োপেস্টিসাইড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম,উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা কৃষি অফিসার আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ কৃষি কর্মকর্তাগণ এবং কৃষকবৃন্দ।

উল্লেখ্য,করলা, চালকুমড়া,লাউ মিষ্টি কুমড়ার প্রায় ৩৮ একর সবজি ক্ষেতের জন্য এসব উপকরণ প্রদান করা হয়।