সুজানগর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“মাদক কে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগীতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। এসময় আরো বক্তব্যদেন থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন প্রমুখ। অতিথিরা শহরের বিভিন্ন যানবাহনে ও দেয়ালে মাদক থেকে সচেতনতার স্টিকার লাগান। প্রধান অতিথি শাহীনুজ্জামান শাহীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, তিনি এ দেশ থেকে মাদক নিয়ন্ত্রনের জন্য তার দলের নেতাকর্মীদের কেও ছাড় দিচ্ছেন না। তিনি আরো বলেন ১৯৯০ সালের ২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই দেশের মাদক নিয়ন্ত্রণসহ আরও অনেক বিষয়ে কাজ করছে এ অধিদপ্তর। যেমন দেশের মাদক সংক্রান্ত অপরাধ দমন, আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ, আইনের প্রয়োগ, মাদকাসক্তদের চিকিৎসা ও পূনর্বাসন নিশ্চিকরণসহ শিল্পে ব্যবহৃত মাদক সংশ্লিষ্ট কাঁচামাল বা কেমিক্যাল আমদানির জন্য লাইসেন্স প্রদান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নিবিড় কর্ম সম্পর্ক স্থাপনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নোডাল এজেন্সি হিসেবে কাজ করে যাচ্ছে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।