খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের সচল হয়েছে ডেন্টাল ইউনিট।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর ৩৯বিসিএস (বিশেষ) এর মাধ্যমে সহকারী ডেন্টাল সার্জন পদে যোগদান করেন ডা.তানজিনা লানার জুমান্না খান তন্নী। এর পর থেকেই হাসপাতালে সেবার জন্য বাড়তে থাকে দাঁতের সমস্যায় ভুগতে থাকা রোগীদের সংখ্যা ।
উল্লেখ্য, হাসাপাতালে বিভিন্ন রোগের চিকিৎসার ব্যবস্থা থাকলেও গত ১০ বছর ধরে দন্ত চিকিৎসকের অভাবে কাঙ্খিত সেবা পাচ্ছিল না দাঁতের সমস্যায় থাকা রোগীরা। ফলে বাইরে কোন চেম্বারে সেবা নিতে গেলে ব্যয়বহন সহ বিপাকে পড়েন রোগীরা।
হাসপাতালে সেবা নিতে আসা গোয়ালডিহি গ্রামের হালিমা বেগম জানান, বাইরে তো অনেক টাকা লাগে শুনলাম মেডিকেলে দাঁতের চিকিৎসা হচ্ছে তাই আসলাম এখানে তো ফ্রী সেবা পাব।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মোঃ মাহমুদুল হক জানান, নতুন চিকিৎসক নিয়োগের ফলে ডেন্টাল ইউনিট সচল হয়েছে তবে আরো প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ পেলে সেবার মান বৃদ্ধি পাবে