রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় ৯.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকালে আবহাওয়াবিদ আব্দুল হামিদ ইত্তেফাক অনলাইন এ সব তথ্য জানান।

তিনি বলেন, রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় ৯.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ বিকেল অথবা আগামীকাল থেকে বৃষ্টি কমে যেতে পারে।

তিনি জানান, রাজধানীতে ৫ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ ১৪ মি.মি. বৃষ্টি যশোরে হয়েছে।আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ কুয়াশা থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।