সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রশস্থ করার লক্ষ্যে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও মাহতাবপুর বাজার এলাকায় সড়কের পার্শ্বে গড়ে উঠা প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনাগুলোর নিজের দায়িত্বে সরানোর জন্য মাইকিং ও নোটিশ প্রদানের পরও তা সরানোর কারণে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভল্টুজার মেশিন দিয়ে সকল অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়।এদিকে উচ্ছেদ কার্যক্রম চলাকালে স্থানীয় সাংবাদিকদের কাছে কিছু ক্ষতিগ্রস্থ ব্যক্তি অভিযোগ করেন সওজ কর্তৃপক্ষ অবৈধভাবে গড়ে উঠা আরো কিছু স্থাপনা উচ্ছেদ না করেন নি। আবার এব্যাপারে সওজ কর্তৃপক্ষ জানিয়েছেন নির্ধারিত সীমানায় থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তারপর কিছু থেকে গেলে মাফ দিয়ে তাও উচ্ছেদ করা হবে। মঙ্গলবার ‘সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের’ বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও মাহতাবপুর মাছ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ডেপুটি সেক্রেটারী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়–য়া, সার্ভেয়ার সুহেল রানা, আমজাদ হোসাইন প্রমুখসহ সওজের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, এসআই গোপেশ দাস ও এসআই আবদুল লতিফের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।