রাবিতে বাংলা-উর্দু লিটারারি ফোরামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা-উর্দু লিটারারি ফোরামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে বাংলা-উর্দু লিটারারি ফোরামের উদ্যোগে রাবির ডীনস কমপ্লেক্সে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আলোচনা অনুষ্ঠানে প্রফেসর ড. এম শামীম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার উদ্বোধন করেন বাংলা-উর্দু লিটারারি ফোরামের সাধারণ সম্পাদক ড. মো. সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উর্দু বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন ও প্রধান আলোচন ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন আরবি বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, উর্দু বিভাগের শিক্ষক উম্মে কুলসুম আক্তার বানু প্রমুখ।
বিকেলের আলোচনা অনুষ্ঠান শেষে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২০ নম্বর কক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েকটি ভাষার গান, কবিতা ছাড়াও গম্ভীরা উপভোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।