মোহনপুরে গৃহবধু শারমিন বেগম নিখোঁজ



রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের এক গৃহবধু নিখোঁজ হয়েছেন। নিখোঁজ গৃহবধুর নাম শারমিন বেগম (২০)। তিনি সইপাড়া গ্রামের রবিউর ইসলামের স্ত্রী। ওই ঘটনায় নিখোঁজ গৃহবধু শারমিন বেগমের মা রফেলা বেওয়া বাদী হয়ে মোহনপুর থানায় একটি সাধারন ডাইয়েরী করেছে। মোহনপুর থানার সাধারন ডাইয়েরী সূত্রে জানা যায়, গত তিন বছর পূর্বে বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহার আলীর কন্যা শারমিনের সাথে মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের মধুবিক্রেতা রবিউল ইসলামের বিবাহ হয়। দীর্ঘ দিন থেকে মেয়ের সাথে মায়ের যোগাযোগ না থাকায় চলতি বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময় মা রফেলা বেওয়া মেয়ের বাড়িতে খোঁজ খবর নিতে যায়। মেয়ের দেখা না পেয়ে তিনি জামাইসহ পরিবারের অন্যান্য সদস্যের কাছে মেয়ের খোঁজ জানতে চাইলে তারা রফেলা বেওয়াকে বলেন, মেয়েটি কয়েক মাস আগে তাদের বাড়িতে থেকে চলে গেছে। এমন খবর শুনে রফেলা বেওয়া চিন্তায় ভেঙ্গে পড়েন। কয়েক মাস অতিবাহিত হওয়ায় তিনি মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। মেয়ের সন্ধ্যান না পেয়ে তিনি মোহনপুর থানায় একটি সাধারন ডাইয়েরী করেন। নিখোঁজ শারমিনের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং ফরসা, মুখমন্ডল গোলাকার, পরনে আকাশী রঙের মেক্সি ও কালো বোরখা রঢেছে। কোন সহদর ব্যক্তি মেয়েটির সন্ধ্যান পেয়ে ১২৭৩৪-২৮৮৬৭৬২ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।