বাংলাদেশ আওয়ামীলীগের নতুন কমিটিকে সাগত জানিয়ে শনিবার বিকেলে বগুড়া শহরে আনন্দ র্যালী বের করে জেলা যুব মহিলা লীগ।
ডিজিটাল বাংলদেশ বিনির্মানে বাংলাদেশ আওয়ামীলীগের কোন বিকল্প নেই। ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ এগিয়ে চলছে। আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্রে পরিনত হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তি শালী করতে যুব মহিলা লীগ কাজ করে যাচ্ছে।
আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন, বগুড়া জেলা শাখা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড লাইজিনারা লিনা, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সহ-সভাপতি মাকসুদা মলি ও হাসিনা খাতুন হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা, সাংগঠনিক সম্পাদক আইভি আখতার নুপুর, যুব মহিলা লীগের নেত্রী শাহিনা আসাদ লিপি,শাহানাজ পারভীন,লিথি,শামিমা,শিমু খাতুন,বুলবুলী খাতুন,ইসমত আরা,নন্দিতা,মর্জিনা,রত্না,নাইস তমা ইসলাম,রুবি বেগম,রেশমা,আদরী প্রমুখ।স্বাগতবাংলাদেশ আওয়ামীলীগের নতুন কমিটিকে সাগত জানিয়ে শনিবার বিকেলে বগুড়া শহরে আনন্দ র্যালী বের করে জেলা যুব মহিলা লীগ।
ডিজিটাল বাংলদেশ বিনির্মানে বাংলাদেশ আওয়ামীলীগের কোন বিকল্প নেই। ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ এগিয়ে চলছে। আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্রে পরিনত হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তি শালী করতে যুব মহিলা লীগ কাজ করে যাচ্ছে।
আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন, বগুড়া জেলা শাখা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড লাইজিনারা লিনা, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সহ-সভাপতি মাকসুদা মলি ও হাসিনা খাতুন হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা, সাংগঠনিক সম্পাদক আইভি আখতার নুপুর, যুব মহিলা লীগের নেত্রী শাহিনা আসাদ লিপি,শাহানাজ পারভীন,লিথি,শামিমা,শিমু খাতুন,বুলবুলী খাতুন,ইসমত আরা,নন্দিতা,মর্জিনা,রত্না,নাইস তমা ইসলাম,রুবি বেগম,রেশমা,আদরী প্রমুখ।