মৌলভীবাজারে ৪৮ তম মহান বিজয় দিবস উপলক্ষে ভোর থেকে শহরে চলছিল বিজয় দিবসের আমেজ। সকালে এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ও বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। উপস্থিত সকলের কন্ঠে বেজে ওঠে জাতীয় সংগীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”। এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। মৌলভীবাজারের বিভিন্ন স্কুল, কলেজ, সংগঠন, বিভিন্ন অঙ্গসংগঠন কুচকাওয়াজসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়।। স্টেডিয়াম জুড়ে শুরু হয় নানা শ্রেণি পেশার মানুষের আনাগোনায়। মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম । মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিচারক উপ- কমিঠি আহবায়ক তানিয়া সুলতানা জানান- কুচকাওয়াজ ( সিনিয়র গ্র“প) ১ম স্থান অর্জন করে দি- ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল, ২য় কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল ও ৩য় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। জুনিয়র গ্র“প ১ম স্থান অর্জন করে বুমিং রোজেস ( প্রতিবন্ধি) স্কুল, ২য় দি- ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল ও ৩য় শিশু কানন। ডিসপে¬ ( সিনিয়র গ্র“প) কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ, ২য় পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। জুনিয়র গ্র“প ১ম স্থান অর্জন করে শিশু কানন ২য় স্থান অর্জন করে নর্থ সাউথ ইন্টারন্যাশনাল স্কুল, ৩য় দি- ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল। অনুষ্ঠানস্থলে এসম উপস্থিত ছিলেন- মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার), দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান প্রমূখ। অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।