“অনুসন্ধানী সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা’’ শীর্ষক রাবি প্রেসক্লাবের কর্মশালা

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী “অনুসন্ধানী সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের শিক্ষক লাউঞ্জে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় এর নেতৃত্বে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে ক্লাস নেন ৭১ টেলিভিশনের র্বাতা সম্পাদক আহসান পলাশ।

কর্মশালায় অংশগ্রহণকারী বিশ^বিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সার্টিফিকেট তুলেদেন রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, সহকারী প্রক্টর শিবলী ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর শিক্ষক তানজিল ভুঁইয়া, ৭১ টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাশেদুল হক রশো প্রমুখ।