বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে কমেছে প্রায় ১০০ টাকা। দাম কমতে থকায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও কিছুটা আতঙ্কে পড়েছেন পাইকার ও খুচরা বিক্রেতারা।
দামের অস্বাভাবিক বৃদ্ধির পর গত দুই মাস ধরে বিক্রি যে হারে কমে গিয়েছিল, সেই পরিস্থিতির এখনও উত্তরণ ঘটেনি। আড়ৎ ও মুদি দোকানে এখনও পেঁয়াজের বিক্রি খুব কম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নতুন দেশি পেঁয়াজ বিক্রি হয় প্রতি কেজি ১০০ টাকায়, যে পেঁয়াজ গত সপ্তাহেও বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ টাকায়।
এদিন মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ১৩০ টাকায়। এই পেঁয়াজের দামও গত সপ্তাহে ২০০ টাকার কাছাকাছি ছিল।
চীন, মিশর ও তুরস্কের থেকে আমদানি করা পেঁয়াজ গত সপ্তাহে ১২০ থেকে ১৬০ টাকার মধ্যে বিক্রি হয়েছিল যা এখন বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকায়।