রাজশাহীতে আমরণ অনশনে পাটকলের আট শ্রমিক হাসপাতালে

রাজশাহীতে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনের মধ্যে পাটকলের আটজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই শ্রমিকদের নাম আব্দুল গফুর,জয়নাল আবেদিন,আলতাফুন বেগম,মহসীন কবীর,আসলাম আলী,মোশাররফ হোসেন,মোজাম্মেল হক ও মনসুর রহমান। এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে রাজশাহী মহানগরীর কাটাখালি এলাকায় রাষ্ট্রায়াত্ব এই পাটকলের সামনে কাঁথা-বালিশ নিয়ে আমরণ অনশন শুরু করেন প্রায় হাজার খানেক শ্রমিক। এসময় সামিয়ানা টানিয়ে শ্রমিকরা সেখানে দুটি রাত কাটালেন। এরই মধ্যে কেউ কেউ অসুস্থ হতে শুরু করেছেন। তারপরেও বৃহস্পতিবার সকাল থেকে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ-সমাবেশ চালান তারা। রাজশাহী পাটকলের সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান,কর্মচারিদের তিন মাসের ও শ্রমিকদের ১১ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। এবং বেতন-ভাতা না পেয়ে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই তারা টানা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না, ঘরেও ফিরবেন না বলে তিনি জানান।