বগুড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয়ভাবে গীতা পাঠ প্রতিযোগিতার অংশ হিসেবে বগুড়ায় বুধবার বিকেলে শহরের সাতমাথা সনাতন মন্দির প্রাঙ্গণে জেলা পর্যায়ের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব এবং সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পর্যায় থেকে আসা প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী তিনটি বিভাগে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্যানেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেব কুমার ভট্টাচার্য, চিত্তরঞ্জন তরফদার এবং দূর্গাদাস ঘোষ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের শাজাহানপুর উপজেলার সাধারণ সম্পাদক তপু কুমার সরকার তাপস, সংগঠনের পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায় সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জেলা পর্যায়ের উক্ত প্রতিযোগিতায় ৩টি বিভাগে বিজয়ী মোট ৯ জন আগামী শনিবার নাটোর পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের নিজেদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় চর্চা বৃদ্ধিতে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে একযোগে উক্ত জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয়ভাবে গীতা পাঠ প্রতিযোগিতার অংশ হিসেবে বগুড়ায় বুধবার বিকেলে শহরের সাতমাথা সনাতন মন্দির প্রাঙ্গণে জেলা পর্যায়ের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব এবং সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পর্যায় থেকে আসা প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী তিনটি বিভাগে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্যানেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেব কুমার ভট্টাচার্য, চিত্তরঞ্জন তরফদার এবং দূর্গাদাস ঘোষ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের শাজাহানপুর উপজেলার সাধারণ সম্পাদক তপু কুমার সরকার তাপস, সংগঠনের পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায় সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জেলা পর্যায়ের উক্ত প্রতিযোগিতায় ৩টি বিভাগে বিজয়ী মোট ৯ জন আগামী শনিবার নাটোর পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের নিজেদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় চর্চা বৃদ্ধিতে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে একযোগে উক্ত জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।