বীরগঞ্জ শনিবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা’র উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়র তত্ত¡াবোধানে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ওসি সাকিলা পারভীন, উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার মোছাঃ রাবেয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামিম ফিরোজ আলম।
আলোচনা সভা শেষে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার ১৫টি স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ। প্রধান অতিথি বলেন, বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির বিশ্বে টিকে থাকতে হলে ছাত্র-ছাত্রী এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানের ওপর আরো বেশি লেখাপড়া, চর্চা ও গবেষণা করতে হবে। কেননা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণার প্রয়োজন।