জুড়ীতে টিলা কাটার বিরুদ্ধে এনফোর্সমেন্ট অভিযান

জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নে চাটেরা গ্রামে ও সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে পাহাড়-টিলা কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। টিলা কাটার অভিযোগে ৩ ব্যক্তিকে নোটিশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর। ৮ ডিসেম্বর সকাল ১০.০০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে পরিচালকের দপ্তরে শুনানীতে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা। জানা গেছে, স¤প্রতি জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি বে-আইনীভাবে প্রাকৃতিুক পাহাড় টিলা কেটে নিচু জমি ভরাট ও বিভিন্ন ঠিকাদারের নিকট চড়া দামে মাটি বিক্রি করছিল। এ সব বিষয়ে টনক নড়ে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের। ব্যবস্থা নিতে সরেজমিনে মাঠে নামেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ব্যাপারে জানতে চাইলে ৫নং জায়ফরনগর ইউনিয়নে চাটেরা গ্রামের মকদ্দছ আলী জানান- পরিবেশ অধিদপ্তর যে অভিযান চালিয়েছে, তাকে ধন্যবাদ জানাই। কিন্তু, বাস্তবে যারা পরিবেশের ক্ষতি করছে তাদেরকে শাস্তির আওতায় আনলে পরিবেশ রক্ষা হত। আমি জটিল রোগে আক্রান্ত। পরিবারের লোকজনদের নিয়ে অসহায় ও মানবেতর জীবন-যাপন করছি। আমার নিজ প্রয়োজনে নিজস্ব ভূমিতে কিছুটা মাটি কাটি। পরিবেশ অধিদপ্তরের লোকজন পরিবেশ আইন লংঘন করা হয়েছে মর্মে নোটিশ প্রদান করেছেন। আমি কোন পাহাড়-টিলার মাটি কাটি নাই। আমাদের প্রতিপক্ষের লোকজন পরিবেশ অধিদপ্তরের লোকজনদের ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে । পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা জানান, পরিবেশ রক্ষায় আমাদের সকলকে আরো বেশী সচেতন হতে হবে। ৩ ব্যক্তিকে নোটিশ করা হয়েছে। তাদেরকে আগামী ৮ ডিসেম্বর সকাল ১০.০০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে পরিচালকের দপ্তরে শুনানীতে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে।