লালমনিরহাটে দিনের মধ্যেই সব বিয়ে সম্পন্ন করতে হবে বললেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বাল্যবিয়ে প্রতিরোধে এই নির্দেশ দেন তিনি। তিনি বলেন, ভ্রাম্যমান আদালত বাল্যবিয়ে বন্ধ করলে পড়ে তা রাতারাতি সম্পন্ন করা হয় এমন অভিযোগ অহরহ। তাই দিনের মধ্যেই ইউপি কার্য্যালয়ে সব বিয়ে সম্পন্ন করতে হবে। গতকাল বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনার সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন বাল্যবিয়ে রোধে কাউকে ছাড় দেয়া হবেনা। সব বিয়ে আনুষ্ঠানিকতা ইউপির নিকাহ রেজিষ্টারের কার্য়্যালয়ে শেষ করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে ইউপি চেয়ারম্যানের ব্যবস্থা নেয়ার কথা থাকলে তা করছে না। ভ্রাম্যমান আদালত বাল্যবিয়ে বন্ধ করলে তা রাতে সম্পন্ন করে ফেলে। তাই এখন থেকে যেখানে বাল্যবিয়ে হবে সেখানে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. হারুন-অর রশিদ, সিভিল সার্জন ডা. কাশেম আলী, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ।