জীববৈচিত্র নিয়ে কাজ করা ১১৭টি পরিবেশবাদী সংগঠন অংশগ্রহনে নাটোরের সিংড়ায় বিবিসিএফ পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জীব বৈচির্ত্য সংরক্ষনে এক আপোষহীন নেতৃত্বে’ এই শ্লোগান নিয়ে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নাটোরের সিংড়ায় পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)। সংগঠনটির আয়োজনে শুক্রবার দুপুরে সিংড়া পৌরসভার সামনে থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়। পরে পৌর হলরুমে কেক কেটে সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, যশোর অঞ্চলের সামাজিক বনসংরক্ষক ও বিবিসিএফের প্রতি¯ঠাতা মোল­া রেজাউল করিম, সিংড়া উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যেরা। অনুষ্ঠানে সারা দেশে জীববৈচির্ত্য নিয়ে কাজ করা ১১৭টি পরিবেশবাদী সংগঠন অংশগ্রহন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।