নাটোরে ভেজাল গুড় তৈরির দায়ে দুইজনকে গ্রেপ্তারের পর ১৬ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। রোববার রাতে জেলার লালপুর উপজেলার আব্দুলপুর ও বাগাতিপাড়া উপজেলার শালইপাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যা¤েপর ভারপ্রাপ্ত কো¤পানী কমান্ডার এএসপি এস.এম জামিল আহমেদ জানান, রোববার রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি দল আব্দুলপুর ও শালইনগর এলাকায় অভিযান চালায়। এসময় উপকরণ সহ
ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধেআব্দুলপুরের বশির উদ্দিন এবং শলইপাড়া এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে বশির উদ্দিনকে ৬ হাজার এবং রফিকুল ইসলামের নিকট থেকে ১০ হাজার টাকা সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে আদালতের নির্দেশে জব্দকৃত ভেজালগুড় সহ উপকরণ বিনষ্ট করা হয়।