মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার চাটমোহরে জাতীয়ভাবে আলোচিত বিলকুড়ারিয়ার ভূমিহীনদের আন্দোলনের সফল কিংবদন্তি নেতা, আদর্শ শিক্ষক, বিশিষ্ট সমাজ সেবক দেশের স্বাধীনতা যুদ্ধের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমান (রানা মাস্টার) এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক র্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র আয়োজনে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে সোমবার সকাল সাড়ে ১১ টায় স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে শোক র্যালী চাটমোহর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সভাপতিত্ব করেন, ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) নির্বাহী পরিচালক, মো. নুরে আলম সিদ্দিকী মন্জু।
বিশেষ অতিথি হিসেবে উস্থিত থেকে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলি মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোছাঃ ফিরোজা পারভীন, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব, এস এম মিজানুর রহমান, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক, রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল।