নাটোরে গোলাবাড়িয়া ঔষধী গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অফিস উদ্বোধন ও ঔষুধী গ্রাম পরিদর্শন ,ঔষুধীগাছ রোপণ

“সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি” এই স্রোগান নিয়ে নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ঔষধী গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অফিস উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুর দিকে আমিরগঞ্জ বাজারে খোলাবাড়িয়া ঔষধী গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে অফিস উদ্বোধন অনুষ্ঠানে খোলাবাড়িয়া ঔষধী গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, হামদার্দ ল্যাবরেটরীজ লিঃ এর সিনিয়র সহকারী ব্যবস্থাপক মার্কেটিং বিভাগের নেছার উদ্দিন, ৪ নং লক্ষিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাব হোসেন সহ স্থানীয় ঔষধী গাছ চাষি কৃষক। এরপরে ঔষূধী গ্রাম পরিদর্শন শেষে ঔষুধী গাছ রোপণ করেন অতিথিরা।