সুজানগরে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের মতবিনিময় সভা

পাবনার সুজানগরে প্রান্তিক কৃষকের কাছ থেকে তালিকার মাধ্যমে আমন ধান সংগ্রহের কার্যক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কৃষি সম্প্রসানের আয়োজনে কৃষি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এসময় আরো বক্তব্যদেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, এস এম সামছুল আলম, আব্দুল মতিন মৃধা, হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম, কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম হাসান, ইশরাত জাহান, এস এ পি ও আলমগীর হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম প্রমুখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, ২৬ টাকা কেজি হিসাবে উপজেলায় ৮ শত ৯৮ মেট্রিকটন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশই নয় বরং উদ্বৃত্ত খাদ্য শষ্যের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাম্পার উৎপাদনে ধানের মূল্য কম হওয়ায় সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কৃষকদের যথাযথ মূল্য নিশ্চিতে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমন ধান সংগ্রহে এ মৌসুমে উন্মুক্ত লটারীর মাধ্যমে তালিকাভুক্ত সকল প্রান্তিক সাধারণ কৃষকের কাছ থেকে পর্যায়ক্রমে ধান কেনা হবে।