সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতে অবৈধ ঔষধ মজুদকারীকে ৬ মাসের সাজা

মঙ্গলবার সন্ধ্যায় পাবনার সাঁথিয়ায় জোড়গাছা বাজারে ঔষধের দোকানী নাজমূলকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহেমদ ।
পাবনা ঔষধ প্রশাসন সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহেমদ এর নেতৃত্বে পাবনা জেলা ঔষধ প্রশাসন ও ঔষধ তত্বাবধায়ক কে, এম, মুহসীনিন মাহবুব উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। জোড়গাছা বাজারের রাবেয়া ফার্মেসীর মালিক নাজমূল হোসেনকে ৬ মাসের বিনা শ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দোকানের অবৈধ অনুমোদনবিহীন ঔষধ জব্দ করে প্রশাসন। পাবনা জেলা ঔষধ প্রশাসন ও ঔষধ তত্বাবধায়ক কে, এম, মুহসীনিন মাহবুব জানান ঔষধের দোকানে ড্রাগ লাইসেন্স না থাকা, অবৈধ অনুমোদনবিহীন ঔষধ আমদানী ও বিক্রয় করার অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এ বিভিন্ন ধারায় তাকে এ সাজা দেয়া হয়েছে। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন ও সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে।