গোলাপগঞ্জে এমসি একাডেমীর বিদায়ী অধ্যক্ষের সঙ্গে বিশিষ্ট নাগরিকদের মতবিনিময়

গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল ও কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর কর্ম দিবসের শেষ পর্যায়ে উপজেলার বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। এসময় মনসুর আহমদ চৌধুরী তার বিগত দিনের দায়িত্ব কালীন সময়ের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমসি একাডেমী অন্যতম। এ প্রতিষ্ঠান বিগত শত বছরে হাজার হাজার শিক্ষিত সন্তান জন্ম দিয়েছে। যারা এখানে শিক্ষকতা ও পড়া লেখার সুযোগ পেয়েছেন তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। আমি এখানকার একজন শিক্ষক হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। অতীতে যেভাবে এলাকার মানুষ ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির প্রতি লক্ষ্য রেখেছেন, আগামীতেও এলাকাবাসীর এই মনোভাব অক্ষুন্ন থাকবে তা আমি সবার কাছে কামনা করি।

সোমবার বেলা ১২টায় এমসি একাডেমী শিক্ষক মিলনায়তনে গোলাপগঞ্জ উপজেলার বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী বিদায় নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি এম সি একাডেমীর সাবেক জিএস, সংবাদিক আব্দুল আহাদ, এমসি একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক জিএস রুহেল আহমদ, এমসি একাডেমী পরিচালনা কমিটির বিভিন্ন সময়ের সদস্য হেলাল আহমদ, সাবেক জিএস ওয়েছুর রহমান ওয়েছ, আব্দুল আজিজ শুক্কুর মিয়া, আব্দুল করিম মানিক মেম্বার, আব্দুল মতিন, এম সিরাজুল ইসলাম, রাধিকা রঞ্জন নাথ, সেলিম আহমদ সেলু, অন্যান্যের মধ্যে এমসি একাডেমীর সহকারী অধ্যাপক আবুল কালাম, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, বিশিষ্ট শিক্ষানুরাগী সাহেদ আহমদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী রিংকু, ছাদেক আহমদ, আলী আহমদ চয়েছ, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, সমাজ সেবী শওকত উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস সামাদ, ছাত্রনেতা দেলওয়ার হোসেন দিপন, নজরুল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা সাবেক ইউপি সদস্য আবুল হোসেন। এসময় এমসি একাডেমীর দীর্ঘ দিনের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীকে গোলাপগঞ্জ বাসীর পক্ষ থেকে সম্মান জানানোর লক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে আহবায়ক করে ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে সংবর্ধনা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।