মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার চাটমোহরে ২৪ নভেম্বর সরকারি আর সি এন এন্ড বি এস এন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব খেলার (বালুচর খেলার মাঠ) মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নকআউট ভিত্তিক এই টুর্ণামেন্ট পৌরসভা ও ইউনিয়নসহ মোট ১২টি দল অংশগ্রহণ করেছে।
মূলগ্রাম ইউনিয়ন ৫১ রানে ছাইকোলা ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন। আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার ফাইনাল খেলবেন, মূলগ্রাম ইউনিয়ন বনাম হরিপুর ইউনিয়ন।
আর এ সেমিফাইনাল খেলা উদ্বোধন করেন, চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র প্রফেসর আঃ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বকুল হোসেন, সরকারি আর সি এন এন্ড বি এস এন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ ইমদাদুল হক কাফি, চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল (ডিগ্রী) মাদরাসার ক্রীড়া শিক্ষক আঃ মমিন, হান্নান প্রমূখ।