গড়ে তোলা বড় কঠিন বন্ধু,সহজেই হয় ক্ষয়।
জল ঢাললেই বেঁচে থাকে চারা,
পরিচর্যাতে বেড়ে ওঠে তারা।
ক্রমে হয়ে ওঠে সাজানো বাগান,
খুশি করে কত মানুষের প্রাণ!
আর যদি কর অবহেলা, তবে নিশ্চিত নয়ছয়।
মুখোমুখি
খোকা-খুকি পার্কেতে খেলে দেখ-লুকোলুকি।
চেয়ে আছে নীলাকাশ,
দোল দেয় সাদা কাশ,
বাতাসেতে ভরপূর
মনভালোকরা সুর। শরত বসেছে আজ বাংলার মুখোমুখি।
অস্তিত্ব
বিশ্বায়নের স্রোতে ভেসে যায় অস্তিত্ব।
সাবধান, সাবধান।
বাঁচাও আপন প্রাণ।
নিজস্ব পরিচয়-
টুকু হয় যদি লয়,
চুরমার হয়ে যাবে লক্ষ্মণ-বৃত্ত।