লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী বাগদীর বাজার আবাসন প্রকল্পর সমিতি নিয়ে দু’পক্ষের দ্বন্ধ চলছে। এ নিয়ে আবাসন প্রকল্পের কমিটি বিহীন সভাপতি মোঃ হযরত আলী ও সাবেক সভাপতি মোঃ আবু হানিফগংয়ের মধ্যে মারমুখী অবস্থা দেখা দিয়েছে। বিষয়টি তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় বর্তমানে সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। কমিটি বিহীন সভাপতি নিয়ে সাবেক সভাপতি মোঃ আবু হানিফ প্রথম দফায় গত ২১/১২/২০১৫ ইং ও দ্বিতীয় দফায় ১৯/০৬/২০১৯ ইং তারিখে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুটি অভিযোগ দায়ের করেন। এতেও কোন ফলপ্রসু না হওয়ায় বর্তমান ওই আবাসন প্রকল্পে দু’পক্ষের মধ্যে মারমুখী রুপ নিয়েছে। অভিযোগ সুত্রে জানাগেছে, সরকার ভুমিহীনদের বসবাসের জন্য ২০০৭ সালে ওই আবাসন প্রকল্প নির্মাণ করে ১১০ জন ভুমিহীন পরিবারের মাঝে নিরানব্বই বছরের জন্য লিজ প্রদান করেন। সে সময় ওই আবাসন প্রকল্পে সমবায় সমিতির মাধ্যমে মোঃ হযরত আলী সভাপতি ও মোঃ আবু হানিফ সহ-সভাপতি নির্বাচিত হয়। কমিটির মেয়াদর্ত্তীনর পর দ্বীতিবারে নির্বাচনের মাধ্যমে মোঃ আবু হানিফ সভাপতি নির্বাচিত হন। আবাসনের সমিতি গঠনের পর সদস্যদের উন্নতির জন্য আদিতমারী উপজেলার একটি ব্যাংকে একাউন্ট খোলা হয়। মোঃ আবু হানিফ সভাপতি হিসেবে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন কালীন ব্যাংকে ৩৩ হাজার ৮শত ৬৯ টাকা জমা প্রদান করেন। এরই মধ্যে অভাব অনাটনের কারনে তিনি ঢাকায় কাজের উদ্দেশে যান। তবে প্রতিমাসে মাসিক মিটিংয়ে উপস্থিত হয়ে কার্যকলাপ পরিচালনা করেন। এরই মধ্যে ওই কমিটির মেয়াদত্তীর্ন হলে বহাল সভাপতি নির্বাচনের আহবান জানান। কিন্ত আগের সভাপতি হযরত আলী তা না করে কিছু কুচক্র মহলের সহযোগিতায় আবু হানিফকে মনগড়ানো ভাবে বাদ দিয়ে নিজেই সভাপতি দাবী হন। তাদের আওতায় রয়েছে সরকারী ভাবে মাছ চাষের জন্য একটি পুকুর। সরকার প্রতিবছর তাদের জন্য প্রায় ১৫ কেজি মাছ ওই পুকুরে বরাদ্দ দেন। যা আবাসনের সুবিধাভোগিরা ভোগ করবেন। হযরত আলী সভাপতি হয়ে দীর্ঘ প্রায় ১০ বছর বছর ধরে কমিটি পরিচালনা করে আসছেন। কিন্ত ব্যাংক একাউন্টে কোন টাকা জমা করেন নাই। এনিয়ে আবাসন প্রকল্পে সুবিধাভোগির দু’পক্ষের মধ্যে মারমুখী অবস্থান চলছে। শনিবার ২৩ নভেম্বর সরেজমিনে গিয়ে জানাযায়, হযরত আলী তিনি নিজেই সভাপতি দাবী করে বলেন, ১০ বছর যাবত সভাপতি রয়েছেন। পরে সমিতির অপর সদস্য শফিকুল ইসলাম ও নায়েব আলীর সাথে স্বাক্ষাতে কথা বললে তারা জানান, ওই সময় থেকে সমিতির কোন কমিটি না থাকায় হযরত আলী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যাংক একাউন্টে টাকা জমা হয়নি বিষয়টি তারা স্বীকার করে বলেন, যথাশীঘ্রই কমিটি করার জন্য সকল সদস্যকে নিয়ে মিটিং করা হবে। সাবেক সভাপতি আবু হানিফ বলেন, হযরত আলী তার লোকজন নিয়ে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আমাকে সড়িয়ে নিজে সব খুশিমত করে চলছেন। ১০ বছরের হিসেব চাইলে তা দিতে নারাজ। আমার দায়িত্বকালীন ছাড়া ওই একাউন্টে আর কোন টাকা জমা করে নাই। আদিতমারী উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা মোঃ এলাহী বকস জানান, দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় এ অবস্থা সৃষ্টি হয়। তবে কমিটি করার জন্য বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনছুর উদ্দিন বলেন, সবে মাত্র এই উপজেলায় যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখবেন জানান।