নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৯কে কেন্দ্র করে জমজমাট প্রচারণা চলছে । আগামী ২৬ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে । শিক্ষক সমিতির নিবর্চিন হলেও পোষ্টার,বিলবোড, ব্যানার এবং লিফলেটে ছেয়ে গেছে পুরো উপজেলা । সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা । সমিতির সভাপতি পদে দুইজন এবং সাধারন সম্পাদক পদে দুইজন জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।
সভাপতি পদে প্রার্থীরা হলেন, চকগোয়াশ-বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুর রহমান ও ঠেঙ্গামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান মতিন। এছাড়া সাধারন সম্পাদক পদে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম (বিএসসি) এবং একডালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন।
সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল হাকিম বলেন, গত নির্বাচনে সকল শিক্ষক-কর্মচারীগন আমার প্রতি আস্থা রেখে এবং ভালোবেসে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন, আমি তাদের আস্থা এবং বিশ্বাষের মর্যাদা রাখতে সক্ষম হয়েছি। তাই আমি বিশ্বাস করি সকল শিক্ষক-কর্মচারীগনের ভোটে আবারো আমি বিজয়ী হবো ইনশাহআল্লাহ।
উল্লেখ্য, বাগাতিপাড় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে অত্র উপজেলার নিম্ম-মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩৬ টি বিদ্যালয়ের মোট ৫শ’৪৫জন শিক্ষক-কর্মচারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।