আটঘরিয়ায় চুরি যাওয়া আলট্রাসনোগ্রাম মেশিন উদ্ধার ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
পাবনার আটঘরিয়া স্বাস্থ্য কমল্পেক্্েরর চুরি যাওয়া আলট্রাসনোগ্রাম মেশিন উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকা সুমন ও রুবেল নামক দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের দাবি এর সাথে আরও জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাযায়, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকোড়ি গ্রামের মানিক হোসেনের ছেলে আটঘরিয়া স্বাস্থ্য কমল্পেক্্েরর অস্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত ডাইভার সুমন হোসেন (২৫), আটঘরিয়া কুষ্টিয়াপাড়া গ্রামের জালাল শেখের ছেলে নৈশপ্রহরি রুবেল শেখ (৩৫), গতকাল রবিবার রাত আড়াইটার দিকে স্বাস্থ্য কমল্পেক্্েরর এ্যাম্বুলেন্স যোগে গেটের ভিতরে প্রবেশ করে। এসময় অফিসার ইনচার্জ (তদন্ত) আসিফ ও এস আই কনক সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমল্পেক্্ের থেকে আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়। কর্তৃ পক্ষের দাবি শনিবার ভোর রাতে কমল্পেক্্েরর তালা ভেঙ্গে মেশিনটি চুরি হয়। এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আটঘরিয়া থানায় একটি জিডি করলে তদন্তের মাধ্যমে সংবদ্ধ চোর দলকে গ্রেফতার করতে সক্ষম হয়।