ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ায় অজ্ঞাত কারণে মেলা ভেঙে দিয়েছে প্রশাসন , অভিযোগ স্থানীয় সহ মেলায় আশা দর্শনার্থির ।

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান ॥ দিনাজপুর কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজির মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাসমেলায় যাত্রাপালা ও জাদু প্রদর্শনে স্থানীয় সহ মেলায় আশা দর্শনার্থিরা বিনোদনের মাধ্যমে মিলন মেলার একটি সুষ্ঠ কেন্দ্র পেয়েছিলো ।

কিছু সুবিধাভোগী মানুষের ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ায় মিথ্যা অভিযোগের পেক্ষিতে অজ্ঞাত কারণে গতকাল প্যান্ডেল গুলো ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন ।

স্থানীয়রা জানান স্বাভাবিক ও স্বাবলীন ভাবেই পরিবারের সকল সদস্যদের নিয়ে উপভোগ করার মতো বিনোদন চলছিল এখানে কোন অশ্নীলতার ছোঁয়া ছিলোনা অথচ লিখিত নোটিশ ছাড়াই প্রশাসন তান্ডব চালিয়ে বন্ধ করে দেয়ায় সাধারণ মানুষ বিষয়টি ভালো ভাবে মেনে নিচ্ছে না সুষ্ঠ তদন্ত করে পূনরায় চালু করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সহ মেলায় আশা দর্শনার্থিরা ।

মেলার ইজারা দার মোঃ শফিকুল ইসলাম জানান, সরকারের সকল শর্ত ও সরকারি নিয়ম-নীতি মেনে চালু করা হয় হঠাৎ বন্ধ করে দেয়ায় আমাদে অপুরনীয় ক্ষতি হয়েছে সংশ্লিষ্ঠ কতৃপক্ষ মিথ্যে অভিযোগে কান না দিয়ে সুষ্ঠ তদন্ত করে পূনরায় চালু করাবে বলেও দাবি জানান ।